প্রথমেই আমার সালাম নিন। আশাকরি সকলেই ভালো আছেন।
আজকে আপনাদের সাথে চরম কাজের একটা টিপস শেয়ার করব। আপনারা সকলেই VLC player এবং Real player সম্পর্কে খুব ভালোভাবেই কম বেশি জানেন। তবে আপনি জানেনকী এই player গুলো দিয়ে আনেক কম স্পিড়েই ইন্টারনেটে লাইভ টিভি দেখাযায়। শুধু টিভিই নয় এমনকী ভিডিও ড়াউনলোড না করেই লাইভ দেখা যায়। নিচে এর পদ্ধতি এবং লিংক আপনাদের সাথে শেয়ার করছি।
১২৮ kb/s speed হলেও লাইভ টিভি দেখা যায়।
পদ্ধতি ১. VLC Player এর জন্য: প্রথমেই VLC player-টাকে Open করুন। Open হয়ে গেলে উপরের মেনু বার থেকে Media-তে ক্লিক করুন। এবার নিচে streaming-এ ক্লিক করুন। নিচের চিত্রের মত করে….
Streaming-এ ক্লিক করার পরে নিচের মত মেনু আসবে। এখান থেকে Network-এ ক্লিক করুন এবং নিচের ছবির মতকরে link দিয়ে Stream-এ আবার ক্লিক করুন। নতুন পেজে আবার Stream-এ ক্লিক করার পর টিভি start হয়ে যাবে। একইভাবে 3gp এবং mp4 video download link কপি করে এভাবে সরাসরি অনলাইনে দেখতে পারবেন।
পদ্ধতি ২. Real Player- Real player-এ একই ভাবে লাইভ টিভি দেখা য়ায়। তবে এর picture quality VLC player-এর থেকে একটু ভালো। এবার PCতে Real player থাকলে Open করুন। এবার player-এর উপরের বাম কোনাতে Real Player লিখা মনেুতে ক্লিক করুন। এর পরে Click File> Open। Open-এ ক্লিক করলে নিচের মত একটা মেনু আসবে ঐখানে নিচের ছবির মত করে link-টা দিয়ে OK করুন। এর পরে দেখুন কিছুক্ষণের মধ্যে টিভি play হবে। তবে সমস্যা হল VLC player-এর মত সব link এখানে suport করেনা।
Real Player-এর আর একটা সুবিধার কথা না-বললেই নয়। সাধারনত এধরনের TV link-গুলো Computer-এর Browserএ open হয়না তবে Real player install করা থকলে সরাসরি Open করা যায় এবং player select করা যায়।
নিচের এই link গুলো দিয়ে কিন্তু মোবাইলেও লাইভ টিভি দেখা যায়। নোকিয়া নতুন জাভা ইনেবল মোবাইল ফোন এবং Symphony-র Java phone গুলোতে বিশেষ কবে যেসব ফোন Yamaha Amplifier এই ফিচরিটি রয়েছে সেসব মোবাইলেও এসব link ব্যবহার করে লাইভ টিভি দেখা যায়। মোবাইলের web-browser-এ link গুলো লিখে enter করুন। এর পর যদি দেখেন আপনার mobileএর media player open হয় তবে বুঝবেন আপনার mobile phone টা দিয়ে live tv দেখা যাবে। জিপি দিয়ে Nokia mobile-এ configure setting problem দেখায় তবে Robi-তে কোন সমস্যা হয়না। Nokia 2700 classic এবং Symphony T50 এই ফোন দুইটাতে আমি test করেছি। Live TV দেখতে Internet connection যেন Unlimited হয় নইলে মোবাইলো টাকা কেটে নেবে।
আর একটা কথা এই link গুলান দিয়ে কিন্ত Android Mobile-এও Live TV দেখা যায়। আমার এ ধরনের ফোন নাথাকায় test করে দেখা হয়নি। তবে শুনেছি MX player বা Real player থাকলে নাকী এই link গুলান Open হয়।
Link:-
1. Action TV link for mobile TV: link: rtsp://217.146.95.166:554/live/ch32yqcif.3gp
2. Sangeet Bangla HQ (Updated): Watch Shangeet Bangla TV live on mobile
link: rtsp://115.112.248.159:554/prf2/cid_76.sdp
3. Sangeet Bangla-2: Watch Shangeet Bangla TV live on mobile
link: rtsp://115.112.248.159:554/prf0/cid_76.sdp?
4. Cartoon Network: Watch Cartoon Network TV live on mobile
link: rtsp://202.125.158.232:554/stream2_wifi.sdp
link: rtsp://202.125.158.232:554/stream2_wifi.sdp
5. National Geographic: Watch National Geographic TV live on mobile
link: rtsp://202.125.158.233/stream3_wifi.sdp
link: rtsp://202.125.158.233/stream3_wifi.sdp
6. National Geographic HD: Watch National Geographic HD live on mobile
link: rtmp://220.181.117.167/live/natgeo
কোন সমস্যা হলে জানাবেন। আরও নতুন লিংক পেতে নিচের link গুলোতে যান।link: rtmp://220.181.117.167/live/natgeo
Link-1: Click here
Link-2: Click here
0 comments:
Post a Comment