Social Icons

Notepad Trick: যা লিখবেন তাই বলবে



আসসালামু আলাইকুম ,
আশা করি ভালই আছেন। আজকে আপনাদের জন্য একটা notepad trick নিয়ে এসেছি । আপনি এর মাধ্যমে text কে audio তে রুপান্তর করতে পারবেন । এটা অত্যন্ত সহজ । আর কথা না বাড়িয়ে শুরু করি ___________

ধাপ সমুহঃ______________ 


#1:   notepad ওপেন করুন । 
#2:        এখান থেকে একটা কোড ডাউনলোড করুন । ডাউনলোড শেষ হলে ফাইল এর ভিতরের লেখাটি notepad এ copy/paste করুন । 
#3:   এবার ডেক্সটপ এ speak.vbs নামে সেভ করুন ।
#4:   এবার notepad কেটে দিয়ে ডেক্সটপ এ গিয়ে speak.vbs এ ক্লিক করুন । তাহলে এরকম একটা বক্স আসবে __>>____
 
   
 ###     আপনির কাজ শেষ । এবার বক্স এ যা লেখবেন সেটাই কম্পিউটার উচ্চারণ করবে । :D

0 comments:

Post a Comment