Banglalion Value pack offer বাংলালায়নের একটি বিশেষ ইন্টারনেট প্যাকেজ।আমরা যারা সল্প মূল্যে বেশি পরিমানে ইন্টারনেট ব্যবহার করতে চাই অফারটি শুধুমাত্র তাদের জন্য।এটি সম্পর্কে অনেকেই হয়ত আগে থেকেই জানেন, তবে যারা জানেননা তাদের জন্যই এই পোস্ট।যেখানে GP-তে ১ জিবি ব্যবহারে আমাদের খরচ হয় ৩৪৫ টাকা, সেখানে আপনারা বাংলালায়নে ৭ জিবি পাবেন মাত্র ৪৬০ টাকায়।
এটি একটি রিজোনাল প্যাকেজ, আমার জানামতে ঢাকার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেননা,ঢাকার কেউ যদি এই package ব্যবহার করেতে চান তবে কাস্টমার কেয়ারে খোজ নিতে পারেন।তবে ঢাকার বাইরের user গণ এসব অফার গ্রহন করতে পারবেন।
কিন্তু অশ্চয্যজনকভবে বাংলালায়নের Websit-এ এই প্যাকেজগুলো সম্পর্কে কোন তথ্য নাই।আমি নিজেও ৬ মাস ধরে এই প্যাকেজ ব্যবহার করছি।
শুধুমাত্র USB পোস্ট-পেইডে এই প্যাকেজগুলো ব্যবহার করা যায়।নতুন মডেমে এই প্যাকেজ Active করলে প্রথম মাসের বিলে ৫০০ টাকা ডিস্কাউন্ট পাবেন।
কম খরচে বেশি ডেটা ব্যবহারের জন্য এই প্যাকেজগুলো ব্যবহার করে দেখতে পারেন।
বাংলালায়ন Value Pack Internet Offer এর ট্যারিফ:
ক্যাটাগরি | স্পিড | মাসিক বিল | ব্যাবহারের মাত্রা |
পোস্ট-পেইড | ১২৮ kbps | ৪০০+৬০ (ভ্যাট)=৪৬০৳ | ৭ জিবি |
পোস্ট-পেইড | ২৫৬ kbps | ৫০০+৭৫=৫৭৫৳ | ৫ জিবি |
পোস্ট-পেইড | ২৫৬ kbps | ৭৫০+১১৩=৮৬৩৳ | ১০ জিবি |
ধন্যবাদ সবাইকে।
0 comments:
Post a Comment