সবাইকে আমার ছালাম ও শুভেচ্ছা । অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম, তবে আজ কোন রকমের টিপস নয় , আপনাদের সাথে আমার তৈরি কিছু ওয়ালপেপার শেয়ার করছি । ওয়ালপেপার গুলো ফটোসপ ব্যবহার করে তৈরি, আমি ফটোসপের একজন প্রাইমারি লেভেলের ছাত্র ।
এখন পর্যন্ত যতটুকু শিখেছি তাই দিয়েই তৈরি করেছি এই ওয়ালপেপার গুলো । জানিনা এগুলো আপনাদের ভালো লাগবে কিনা । যদি ভালো লাগে তবে আমার চেষ্ঠা সফল হবে । এগুলো তৈরির কারন হচ্ছে কি শিখলাম তা যাচাই করা এবং নেটে তেমন একটা হাই রেজুলেসনের BPL T20 এর ওয়ালপেপার না থাকা । ওয়ালপেপারগুলো শুধু মাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্যে । আমি এগুলো তৈরির সময় অরিজিনাল রং রাখার চেষ্টা করেছি, কিছু কিছু ক্ষেত্রে করতে পারিনি, তা ক্ষমা সুন্দর দূষ্টিতে দেখবার আমন্ত্রণ রহিল । নিচে আমি দুটি ওয়ালপেপার এর প্রিভিও দিলাম, বাকি গুলোর প্রিভিও দেখতে আমার ফেসবুক প্রফাইলে যেতে পারেন। সকল ওয়ালপেপার একসাথে জিপ আকারে ডাউনলোড করতে http://www.mediafire.com/download.php?2djar8j840u7h4a ক্লিক করুন ।
আজ তাহলে এই পর্যন্ত, ভুল হলে ক্ষমা করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়ালপেপার গুলো কেমন হলো । আবার কথা হবে তত দিনের জন্যে ভালো থাকুন ।
0 comments:
Post a Comment