Social Icons

কি PD-PROXY এর স্পিড ও Bandwidth limit লইয়া সমস্যা ? জলদি এম্মে আহেন সমাধান এইহানে ।এর চাইতে সহজ…

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম । ভালাই আছেন । আইজকার পর থেইকা আরো ভালা থাকবেন । আমরা অনেকেই PD-PROXY ইউজ করি । PD-PROXY কি , এইটা দিয়া কি করে আমরা অনেকেই জানি । তাই এইটা সম্মন্ধে কিছু লিখলাম না । যাউকগা আসল কামে আহি । PD-PROXY চালাইতে মজা কিন্তু এইটার স্পিড ও bandwidth limit টাই যা প্রব্লেম । প্রথমে স্পিড টা নিয়া কই । আপ্নেরা যদি মাসে ৪০.৪ টাকা খরচ করেন তাইলেই কিন্তু স্পিড ফুল পাইবেন :পি । সব যদি ফ্রি চান এইডা কি ঠিক কন। আপ্নারে গ্রামিনের p10 প্যাকেজ টা ১০.৩৫ টাকা দিয়া নিতে হইব । ম্যাসেজ অপশনে গিয়া p10 লেইখা ৫০০০ এ পাঠাইয়া দেন । কাম শেষ ১০.৩৫ ৳ এক পয়সা কম হইলে কিন্তু হারামিরা প্যাকেজ দিব না। এইটার মেয়াদ ৭ দিন । ৪ সপ্তাহে ১ মাস এইভাবে প্রত্যেক সপ্তাহে প্যাকেজ নিবেন চরম স্পিড পাইবেন । নিচে আমার পিসির কইটা স্ক্রিন শট দিলাম ।
speed

also see it
এইবার bandwidth limit এর পালা ।
bandwidth limit per
আগে এই সফট টা – 151 KB ডাউনলোড করেন । সফট টার নাম volumeID এই টা কেম্নে কি করে জানিনা । ইউ্টিউব এ এক বাংলাদেশি ভাই দিসিল ।ঘুরতে ঘুরতে পাইসিলাম । এই সফট টা নামান হইলে আপনার c:/users/your administrator folder (your administrator folder) এ আপনার পিসির administrator নাম থাকবো । এইখানে জান জেই সফটটা নামাইছেন সেটা এইখানে কপি করেন ।
eikhane copy koren
কপি শেষ হইলে run as administrator দিয়া ওপেন করেন । এমন হইবো চিন্তা নাই ।
run as admi
এইবার আপনার command prompt (cmd) ওপেন করেন । প্রথমে c: লিখা enter চাপেন । এরপর লিখেন volumeID.exe c: 1a23-1b45 । লেখাটা এই ফরমেটে না লিখলে হইবো না ।আপনি a-f পর্যন্ত alfabet use করতে পারবেন ।অর্থাৎ হেক্সাডেসিমেল হইতে হবে । এরপর নিচের মত হইলে কেল্লা ফতে ।
emon hote hobe
এরপর pc restart দেন । যেই আইডিতে ১০০ এমবি পুর্ন হইসে অইটা দিয়া connect করবেন না । নতুন আইডি নিবেন । এবং connect করবেন ।
dehen
টিউন করার সময় আমার টার ও bandwidth limit reached হয় । তার পর এইসব করে আবার টিউন করলাম।
এর আগেও bandwidth limit নিয়া টিউন হইসিলো কিন্তু ওগুলা একটু জটিল । তাই এই পদ্ধতিটা শেয়ার করলাম ।
এইটা আমার প্রথম টিউন ভূল হলে ক্ষমা করে দিবেন । আমার একটা মুভি সাইট আসে চাইলে ঘুরে আসতে পারেন www.moviemela.t.k

0 comments:

Post a Comment