Social Icons

জানা-অজানা বিস্ময়কর তথ্য প্রযুক্তির খবর

সালাম সবাইকে আসা করি ভালো আছেন। আমাদের চারপাশে রয়েছে হাজারো জিনিস যা আমরা অনেক কিছুই জানিনা বা জানার সুযগ  এখনো হয়নি। প্রযুক্তির নানান খবর নিয়ে আমার এই ধারাবাহিক পোস্ট। প্রতি পর্বে ৫০টি অজানা বিষয় আমরা নতুন করে জেনে নিব। সাধারণ নলেজের ভাণ্ডার বলতে পারেন আমার এই ধারাবাহিক প্রযুক্তির তথ্যগুলো। তাহলে চলেন শুরু করি আজকের পর্ব।



১.    বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
উ.    শ্রীকান্ত।
২.    ‘মোদের গরম মোদের আশা আ মরি বাংলা ভাষা’-রচয়িতা কে?
উ.    অতুলপ্রসাদ সেন।
৩.    ‘অনুপম’-এর সমার্থক শব্দ কোনটি?
উ.    মনোরম।
৪.    মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হলো-
উ.    গাজী মিয়ার বস্তানী।
৫.    ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
উ.    পানির স্রোত।
৬.    ‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’-এই উক্তিটি কার?
উ.    প্রমথ চৌধুরী।
৭.    বেগম রোকেয়ার রচনা গ্রন্থের নাম কী?
উ.    অবরোধবাসিনী।
৮.    ‘হালে পানি পাওয়া’ অর্থ কী?
উ.    বিপন্নমুক্ত হওয়া।
৯.    ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
উ.    সুসময়ের বন্ধু।
১০. ‘তিমির’ শব্দের মিল শব্দ হলো-
উ.    অন্ধকার।
১১.    ‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কী?
উ.    বীরঙ্গনা।
১২.    ‘খেয়া পার করে যে’-এর এক কথায় প্রকাশ হলো-
উ.    পাটনী।
১৩,    ‘মুখচোরা’ শব্দের সঠিক অর্থ হলো-
উ.    লাজুক।
১৪.    বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ.    তাজিংডন।
১৫.    বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
উ.    সেন্টমার্টিন।
১৬.    পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উ.    রাজশাহী।
১৭.    বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ.    বুড়িগঙ্গা।
১৮.    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উ.    ১৯২১ সালে।
১৯.    ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ.    বাংলা ১১৭৬ সালে।
২০.    জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উ.    মঈনুল হোসেন।
২১.    আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে যে প্রণালী-
উ.    বেরিং।
২২.    যে দেশটি জাতিসংঘের সদস্য নয়?
উ.    ভ্যাটিকান।
২৩.    ওপেক-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ.    ভিয়েনা।
২৪.    স্পার্টা কোথায় অবস্থিত?
উ.    গ্রিসে।
২৫.    বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
উ.    টাইগ্রিস।
২৬.    লেবুতে যে এসিড থাকে-
উ.    সাইট্রিক এসিড।
২৭.    শিশুদের পোলিও রোগের জন্য কয় ডোজ টিকা দেয়া হয়?
উ.    ৪ ডোজ।
২৮.    সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উ.    তিমি।
২৯.    শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি হয়?
উ.    কঠিন।
৩০.    ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উ.    সিসমোমিটার।
৩১.    বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
উ.    একই থাকে।
৩২. ডায়াবেটিস রোগ হয় কোনটির অভাবে?
উ.    ইনসুলিন।
৩৩.    প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উ.    শাহ মুহম্মদ সগীর।
৩৪.    ‘কালকুট’ কোন লেখকের ছদ্মনাম?
উ.    সমরেশ বসু।
৩৫.    ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
উ.    নাটকের নাম।
৩৬.    ‘আবার আসিব ফিরে’ কবিতাটির রচয়িতা কে?
উ.    জীবনানন্দ দাশ।
৩৭.    বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উ.    প্রতিপাদিক।
৩৮.    ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ হলো-
উ.    প্রত্যয়।
৩৯.    ‘লাঠালাঠি’ শব্দটি কোন সমাস?
উ.    বহুব্রীহি।
৪০.    ‘কপোল’-এর প্রতিশব্দ কোনটি?
উ.    গাল।
৪১.    ‘জল পড়ে, পাতা নড়ে’-এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?
উ.    কর্তায় প্রথমা।
৪২.    দ্বন্দ্ব সমাজের উদাহরণ হলো?
উ.    ভাইবোন।
৪৩.    ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্ঠা ঔপন্যাসিক কে?
উ.    শরৎচন্দ্র।
৪৪.    ‘কত ছবি কত গান’ গ্রন্থটির রচয়িতা কে?
উ.    দ্বিজেন্দ্রলাল রায়।
৪৫.    বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় অবস্থিত?
উ.    ময়মনসিংহ।
৪৬.    বাংলাদেশে বর্তমানে সংসদে কতজন সংরক্ষিত মহিলা সদস্য আছেন?
উ.    ৫০ জন।
৪৭.    ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?
উ.    ১৮৭২ সালে।
৪৮.    এপিকালচার অর্থ কী?
উ. মৌ চাষ।

0 comments:

Post a Comment