Social Icons

১০০ টাকা প্রাইজবন্ডের ফলাফল জেনে নিন


১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ৭০তম ড্র গতকাল বৃহস্পতিবার ৩১ জানুয়ারী ২০১৩ খ্রি: ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০০৬০৭৮১, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৪৯০৫৩৫ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ০৬২৩৩৭৯ ও ০৮৭৫০৪২ নম্বর।
একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। ১০০ টাকা মূল্যমানের ৩৭টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ এবং খট এ ড্রয়ের আওতাভুক্ত। এই সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য ঘোষিত হয়। ওপরে উল্লিখিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ও নিচে উল্লিখিত বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য হিসেবে বিবেচিত হয়।
যেমন, প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাটি প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।
গতকাল অনুষ্ঠিত লটারিতে ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পেয়েছে ০০৭৬১৮৩ ও ০৮৭৭৭৫৫ নম্বর। এ ছাড়া ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার পেয়েছে প্রতি সিরিজের ৪০টি সংখ্যা। এগুলো হলো:
০০১৫৯৯৪ ০০৬৮১১৬ ০০৭৮৩৭৫ ০১২৮৫৯০ ০১২৮৫৯০ ০১৫৪৯১৭ ০১৮৮১৬৫ ০২৪১৯৫৮ ০২৪৭৮৫৪ ০২৫৩৩৩৮ ০২৯০৩৬৪ ০৩২৩৮৯৯ ০৩৪০২৮০ ০৩৮৭৭৭৫ ০৩৯৮১০৭ ০৪০৩৫১৭ ০৪০৫১৩৯ ০৪৪৮৭৪১ ০৪৭৪০৯৫ ০৪৯০২৭৪ ০৫২৪৪০৭ ০৫২৬১৬৯ ০৫৩৩৯৯০ ০৫৮৫৪২৩ ০৬১৩০১৩ ০৬৩৩৮২৪ ০৬৪৩২২৩ ০৭৩২৩২৯ ০৭৩৪৫৫২ ০৭৪৮৯৪৯ ০৭৬৯৯৩৭ ০৭৯০৬৭৩ ০৮১৩২৮৮ ০৮৩০৯৮৭ ০৮৪৮৭১৯ ০৯১২৮৪২ ০৯৩৭৫৪০ ০৯৫২৬৪৩ ০৯৭৬২৭৫ ০৯৯৩৭৫৯ ০৯৯৪২৩৯।

0 comments:

Post a Comment