আসসালামু-আলাইকুমঃ
কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক ,
নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি
একান্ত ভাবেই কামনা করি। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের ৬৪ টি বিভাগের
গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে এটা নিয়ে হাজির
হলাম।
সফটওয়্যারটি আমার কাছে অসাধারন এবং কুভ ই উপকারী মনে হয়েছে তাই সবার সাথে শেয়ার করলাম। এই সফটওয়্যারটি ইন্সটল এর কোন জামেলা নাই শুধু ক্লিক করলেই হবে, তারপর দেখবেন আপনার সামনে বাংলাদেশের ৬৪ টি বিভাগ হাজির হয়ে গেছে এখন আপনি যে বিভাগ সম্পর্কে জানতে চাইবেন সেই বিভাগ এ ক্লিক করেন ব্যাস এখন সফটওয়্যার টি আপনাকে ভয়েস আকারে বলে দিবে সেই বিভাগ এর সব গুরুত্বপূর্ণ তথ্য । তাহলে দেরি না করে এখনি ডাউনলুড করে পেলুন এবং মজা দেখেন, ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।
সফটওয়্যারটি আমার কাছে অসাধারন এবং কুভ ই উপকারী মনে হয়েছে তাই সবার সাথে শেয়ার করলাম। এই সফটওয়্যারটি ইন্সটল এর কোন জামেলা নাই শুধু ক্লিক করলেই হবে, তারপর দেখবেন আপনার সামনে বাংলাদেশের ৬৪ টি বিভাগ হাজির হয়ে গেছে এখন আপনি যে বিভাগ সম্পর্কে জানতে চাইবেন সেই বিভাগ এ ক্লিক করেন ব্যাস এখন সফটওয়্যার টি আপনাকে ভয়েস আকারে বলে দিবে সেই বিভাগ এর সব গুরুত্বপূর্ণ তথ্য । তাহলে দেরি না করে এখনি ডাউনলুড করে পেলুন এবং মজা দেখেন, ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।
0 comments:
Post a Comment