Social Icons

আবহাওয়ার খবর জানুন যখন তখন সম্পূর্ণ বাংলায়




বাংলাদেশ ৬ ঋতুর দেশ। আমাদের দেশ রুপে গুনে বৈচিত্রে  সম্পূর্ণ আলাদা একটা দেশ! আমাদের দেশে ঝড় বৃষ্টি বন্যা জলোচ্ছ্বাস টাণ্ডা গরম সব রকম আবহাওয়ারই বিদ্যমান!
অঞ্চল বেধে কোন অঞ্চলে তার প্রকোপ বেশী কোন অঞ্চল এ কম। ধরুন আপনি ঢাকা থেকে সিলেট যাবেন বেড়াতে কিংবা কাজে, এর আগে আপনি  সিলেট কখনো যাননি! সো চলে গেলেন সিলেট কোন রকম আবহাওয়ার খোঁজ খবর না নিয়েই! কিন্তু  সিলেট এসে পড়লেন মহা  বিড়ম্বনায় ! কারন ঢাকা এবং সিলেট এর আবহাওয়া তো এক রকম না ! আর এখন যে টাণ্ডা পড়েছে সিলেটে, এই টাইম এ যদি পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় না নিয়ে আসেন তাহলে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্তা হবে আপনার। কিন্তু এই বিড়ম্বনায় আপনি পড়তেন না, যদি আপনি এক মিনিট এ সিলেটের আবহাওয়ার খোঁজ খবর নিয়ে আসতেন!
বাংলাদেশে প্রধানত দেখা যায় আবহাওয়ার খোঁজ খবর নেন সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চল এর মানুষ বা যারা সমুদ্র তে  বিভিন্ন পেশায় নিয়োজিত একমাত্র তারা। কিন্তু আপনারা যদি ইউরোপ, আমেরিকা বা অন্যোন্য দেশে যান তাহলে দেখবেন তারা কোথাও বের হবার আগে ঐ অঞ্চল এর আবহাওয়ার খোঁজ খবর ভাল করে জেনে তার পর যায়। আমরা তো উদার জাতী তাই সব বিষয়ে আমরা একটু বেশি-ই উদারতা দেখাতে যাইয়া পড়ি বিড়ম্বনায়! কোথাও বেড়াতে যাব বেড়িয়ে পরলাম বিন্দাশ নো চিন্তা ডু ফুর্তি স্টাইল এ এর পর যা হবার তাই হয়! বেড়ানোর আনন্দ টা হয়ে যায় মাটি তার সাথে যারা আপনার সংগে যাবে তাদের ও বেড়ানোর ১২ টা বাজিয়ে দিলেন আপনি।
যাই হোক অনেক লম্বা একটা লেকচার দিয়ে দিলাম, এখন যাই মুল আলোচনায় ।
আমি নিচে পর পর ৩ টা ওয়েবসাইট শেয়ার করব এর মাঝে ২ টা তে পাবেন সম্পূর্ণ বাংলায় আবহাওয়া পূর্বাভাস একদম সঠিক ভাবে
১ । প্রথমে আপনে এই লিংক এ ক্লিক করুন । http://www.ajkerweather.com/ এর পর আপনার বিভাগ টি সিলেক্ট করে দিন তার পর আপনারা দেখবেন আপনার জেলা টির নাম চলে আসছে !
এখন দেখে নিন আগানি ৩ দিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া  !

—————————————————————————————————————
২ । এখন এই ওয়েব লিংক এ ক্লিক করুন  http://www.foreca.in/Bangladesh/ উপরের অংশে আপনার শহরের নামটি লিখে অতবা ডান ধীকে আপনার বিভার এর নামের উপর ক্লিক করেও দেখে নিতে পারেন আগামি 5 দিনের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এর তথ্য !
৩ । এখন যে সাইট টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এটা হল ইংরেজিতে এবং এটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর Yahoo! Weather Forecastsসাইট  http://weather.yahoo.com/! এটাতে আপনি খুব সঠিক ভাবে পাবেন আগামি ৫ দিনের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এর তথ্য!
লাল মার্ক করা অংশে আপনে যে এলাকার আবহাওয়ার তথ্য জানতে চান সঠিক ভাবে ঐ সার্চ বক্স এ টাইপ করুন , পেয়ে যাবেন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এর তথ্য !
তো পেয়ে গেলেন আবহাওয়ার তথ্য জানার কিছু অসাধারণ ওয়েব সাইট এর এড্রেস এবং বিস্তারিত !
সুতরাং এখন কোথাও বেড়াতে গেলে আগে ভাগে জেনে নিন ঐ এলাকার আবহাওয়ার সম্পূর্ণ তথ্য !

0 comments:

Post a Comment