আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।
আপনার কম্পিউটার কতো বিট এর তা আপনি অতি সহজেই জানতে পারবেন।আমি আগেই বলে নিচ্ছি যে এটি শুধু নতুন দের জন্য।যারা জানেন তার ত জানেনিই।
আপনার কম্পিউটার কতো বিট তা আপনি জানতে পারবেন নিচের নিয়ম আনুসারে।
যদি হয় Win 7 / Win Vista / Win Xp এর জন্য উল্লেখ করা হলো :
© Win 7 এর জন্য দেখা খুবই সহজঃ-
“My Computer” এ রাইট ক্লিক করে “Properties” এ ক্লিক করেন “System Type” এ আপনি ৩২-বিট না ৬৪-বিট এ ব্যবহার করছেন তা জানতে পারবেন।
© Win Vista এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।
© Win Xp এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।
(পোস্ট টি নতুনদের জন্য, আর ভুল হলে সমাধান দিতে ভুলবেন না)
0 comments:
Post a Comment