Social Icons

কিভাবে ভুঝবেন আপনার কম্পিউটারের বিট কত!!!










আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।
আপনার কম্পিউটার কতো বিট এর তা আপনি অতি সহজেই জানতে পারবেন।আমি আগেই বলে নিচ্ছি যে এটি শুধু নতুন দের জন্য।যারা জানেন তার ত জানেনিই।
আপনার কম্পিউটার কতো বিট তা আপনি জানতে পারবেন নিচের নিয়ম আনুসারে।
যদি হয় Win 7 / Win Vista / Win Xp এর জন্য উল্লেখ করা হলো :

© Win 7 এর জন্য দেখা খুবই সহজঃ-
“My Computer” এ রাইট ক্লিক করে “Properties” এ ক্লিক করেন “System Type” এ আপনি ৩২-বিট না ৬৪-বিট এ ব্যবহার করছেন তা জানতে পারবেন।
© Win Vista এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।
© Win Xp এর জন্যঃ-
Start, থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন, তারপর
“System Information”, দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর।
(পোস্ট টি নতুনদের জন্য, আর ভুল হলে সমাধান দিতে ভুলবেন না)

0 comments:

Post a Comment