ব্লগিং এর মূল মন্ত্রঃ
ব্লগিং এর কিছু কাঠামো আছে যেগুলি অবশ্যই মানতে হবে। সেগুলি না মানলে আপনার ব্লগিং জীবন অনেকটাই অনিশ্চিত হয়ে পরবে।- ব্লগিং এর প্রথম শর্ত হচ্ছে আপনার লেখার প্রতি আগ্রহ থাকতে হবে।
- ইংরেজি জানতে হবে + ভালভাবে ইংরেজি লেখার অভ্যাস করতে হবে।
- ধৈর্য থাকতে হবে।
- ব্লগিং এর পিছনে সময় দিতে হবে।
- আপনাকে এটা মনে রাখতে হবে যে, “শত বাধা ডিঙিয়ে হলেও আমাকে সফলতা পেতে হবে।”
- ইন্টারনেট সম্পরকে ভাল ধারনা থাকতে হবে।
- সার্চ ইঞ্জিন সম্পরকে ভাল ধারনা থাকতে হবে।
কোথায় শিখবেনঃ
ইন্টারনেটে ব্লগিং সম্পর্কিত অসংখ্য টিউটরিয়াল আছে, যা থেকে আপনি খুব সহজেই ব্লগিং শিখতে পারবেন। আমি যখন ব্লগিং শুরু করি তখন আমিও অনেক সমস্যায় পরেছিলাম যে, কোথায় শিখব। অনেক কষ্ট করে শিখেছি। গাইড-লাইন দেয়ার মত কাউকে পাইনি। তাই নতুন ব্লগারদের সাহায্য করার জন্য আমি তৈরি করেছি ব্লগিং স্কুল। এখানে আপনাকে বাংলা ভাষায় সহজ ভাবে ব্লগিং শেখানো হবে। আর আপনাদের যেকোনো সমস্যার জন্যত আমি আছিই। তাই আজকেই আমাদের ব্লগিং স্কুল গ্রুপে যোগ দিন আর হয়ে উঠুন একজন সফল ব্লগার।
0 comments:
Post a Comment