Social Icons

Symphony Xplorer ZV জেড ফাইভ এখন বাংলাদেশে

আপনাদের অনেকেই Symphony এর নতুন ফ্ল্যাগশীপ Symphony Xplorer ZV নিয়ে উৎসাহিত। আপনাদের অনেকের মতে এটিই সামনে স্মার্টফোনের বাজারে আধিপত্য রাখবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সামনের দিনগুলোতে বাজারে Symphony এর পক্ষে সবচেয়ে বড় অবদান রাখবে সেটি হচ্ছে Symphony Xplorer H20 এর কারন হচ্ছে দাম। প্রতিযোগিতার এই বাজারে Symphony Xplorer ZV ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ১৪৯৯০ টাকা । Symphony Xplorer ZV ফোনটি নিয়ে আপনারা অনেকেই উৎসাহী বলে দেখতে পেরেছি। আর, আপনাদের আগ্রহই ফোনটিকে বাজারের সেরা চাহিদাপূর্ণ ফোনে পরিণত করবে। তবে, আপনাদের কী মত? ফোনটির দাম কত রাখাটা যুক্তিসংগত হবে বলে মনে করেন?
আজ সোমবার দুপুরে বারিধারার একটি শপিংমলে সিম্ফনির ফ্ল্যাগশিপ আউটলেটে হ্যান্ডসেটটি বাজারের ছাড়ার ঘোষণা দেন কোম্পানির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক।


তিনি বলেন, সিম্ফনির নতুন এই হ্যান্ডসেটটি ক্রেতাদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে। ক্রেতারা যেসব ফিচার সংযুক্ত করতে এবং যে দাম নির্ধারণ করতে বলেছেন, এটির দাম তার চেয়ে অনেক কম রাখা হয়েছে। এ সময় কোম্পানির হেড অব মার্কেটিং আশরাফুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেজওয়ানুল হক বলেন, ১৩ মেগা পিক্সেল সনি আইএমএক্স ক্যামেরা সমৃদ্ধ হ্যান্ডসেটটিতে রয়েছে ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে বাইরের চাপ ও দাগ থেকে সুরক্ষা দিতে ব্যবহার করা হয়েছে ড্রাগনট্রেইল গ্লাস। ফোনটিকে অনেক বেশি টেকসই করতে পেছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে কোম্পানি নতুন এই হ্যান্ডসেটটির দাম নির্ধারণ করেছে, ১৪ হাজার ৯শ ৯০ টাকা। সোমবার থেকেই পাওয়া যাচ্ছে, দেশব্যাপী সব সিম্ফনি আউটলেটে। ফোনের গতি বৃদ্ধিতে করতে ৪.৪.২ কিটকাট অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে, ১ দশমিক ৪ অক্টাকোর প্রসেসর। দুই গিগাবাইট রাম ও ১৬ গিগাবাইট রম। দেশের বাজারে এই প্রথম ম্যাক্স অপেরা অ্যাপ সংযুক্ত কোনো হ্যান্ডসেট এসেছে। এটি পরিকল্পিতভাবে ব্যবহার করে ইন্টারনেট সাশ্রয় করতে পারবেন। Symphony Xplorer ZV ফোনটির উল্লেখযোগ্য স্পেসিফিকেশনের মধ্যে থাকছে.

*Android 4.4.2 KitKat
*5″ IPS HD Display (Dragontrail Glass)
*13 MP + 2 MP
*1.4 GHz Octa Core


বিস্তারিত স্পেসিফিকেশনঃ


OS
Android 4.4.2 KitKat
Display
5″ IPS HD Display (Dragontrail Glass)
Camera
13 MP + 2 MP
Processor
1.4 GHz Octa Core
RAM
2 GB
ROM
16 GB
Expandable Memory
Up to 32 GB
SIM
Dual SIM (Micro)
Battery
2000 mAh Li-Ion Battery
Multimedia
MP3, MP4, FM
Dimension
140 X 70 X 7.9 mm
Connectivity
3G, EDGE, Wi-Fi, Bluetooth
Type
3G Network (2100 MHz), 2G Network (850/900/1800/1900 MHz)
CPU
1.4 GHz Octa Core/MT 6592M
GPU
Mali-450 MP4
Size
5″
Resolution
HD (1280 X 720)
PPI
294
Colors
Full Lamination
Type
IPS
Material
OGS
Back
13 MP
Front
2 MP
Flash
Yes
Zoom
Up to 4X
Auto Focus
Yes
Sensor
Sony
RAM
2 GB
ROM
16 GB
Expandable Memory
Up to 32 GB
Cellular and wireless
Yes
Cellular
Yes
Data services
HSPA+, EDGE
Wi-Fi
Yes
WLAN
Yes
Bluetooth
Yes
USB Mass Storage
Yes
USB Modem
Yes
3.5 mm Jack
Yes
Location
GPS, AGPS
Capacity
2000 mAh
Type
Li-ion
Standby Time*
12 Days (*depend on phone setting, network)
Talk time*
7 Hours (*depend on phone setting, network)
Dimension
140 X 70 X 7.9 mm
Weight
150 gm
Recorder
Audio, video, call recorder, sound recorder.
Audio Recording
.ogg
Supported Audio Formats
WAV, MP3MP2AAC, AMR-NB, AMR-WB, MIDI, VORBIS, APE, AAC-PLUSV1/V2FLAC, WMA, ADPCM etc.
Video Recording
.mp4
Supported Video Formats
MP4, MOV, MKV, MPG, RMVB, AVI etc
Video Resolution
1080p
Video Frame Rate
30 fps
FM
Yes
G-sensor
Yes
Proximity Sensor
Yes
Light Sensor
Yes
Accelerometer sensor
Yes
Built-in Applications
Facebook, Office Suite
E-mail
Yes
MMS
Yes
Other Features
Corning Gorilla Glass, Dragontrail Glass, Octa Core Processor

0 comments:

Post a Comment