Social Icons

গুগুল এডওয়ার্ড কি?

আপনারা যারা এই ই ও নিয়ে কাজ করেন তাদের কাছে গুগুল এডওয়ার্ড খু্বই পরিচিত একটি নাম। গুগুল এডওয়ার্ড হল গুগুলের একটা মাকিটিং সাভির্স।গুগুল এডওয়ার্ড হল গুগুলের এডভারটাইজিং আনিং এর প্রধান খাত। গুগুলের total advertising revenues আয়ের $42.5 বিলিয়ন ডলার ২০১২ সালে আয় করে। এডওয়ার্ড মুলত  pay-per-click অর্থ্যাৎ cost-per-click (CPC) মাকিটিং। এছাড়াও আছে, cost-per-thousand-impressions or cost-per-mille (CPM)মাকিটিং
গুগুলে আমরা যখন সার্চ করি তখন Google  দুই ধরনের রেজাল্ট দেখা যায়। একটা হল ওরগানিক এই ই ও রেজাল্ট আর একটি হল পেইড এস ই ও। পেইড এস ই ও হল গুগুল এডওয়াড। গুগুল এডওযার্ড  আপনি গুগুলকে টাকা দিবেন বিনিময়ে আপনার কিওযার্ড গুগুলের সার্চ ইঞ্জিনে সবার উপরে এবং ডানে দেখাবে। আর ভাল করে বুজার জন্য আমার নিচের ইমেইজটা দেখুন।
google adword

গুগুল এডওযার্ড আপনার প্রতি ক্লিকের জন্য গুগুল আপনার থেকে চার্জ করবে ধরুন কোন ভিজিটর Google  কোন কিছু সার্চ করছে এখন আপনার কিওয়ার্ড এডওয়ার্ড ক্যম্পেইন পেল অর্থ্যাৎ সার্চ রেজাল্টে সবার উপরে পেল তাহলে ভিজিটর যদি আপনার কিওযর্ড বা ওয়েবসাইটে ক্লিক করে তাহলে আপনার থেকে টাকা কাটবে। আশা করি গুগুল এডওযার্ড বুজতে পারছেন। আর কোন কিছু না বুজলে অব্যশ্যই কমেন্ট করবেন।

0 comments:

Post a Comment