আসসালামু আলাইকুম,
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটা মেগা পোস্ট নিয়ে এসেছি। আর এমন গুরুত্বপূর্ণ পোস্ট জেন কেউ মিস না করে মনোযোগ দিয়ে পড়ে সেটাই, আমার একান্ত কামনা।


==================================================================
=>>উপরের ছবির মত আপনারও যদি সমস্যা প্রায়ই হয়ে থাকে তাহলে এই পোস্ট আপনার জন্য। ভালো ডাউনলোড স্পীডের জন্য IDM এর লেটেস্ট ভার্সন 6.15 ব্যাবহার করা উচিত। যদি IDM ইন্সটল করা না থাকে, তাহলে এখান থেকে DOWNLOAD করে নিন।
=>>তারপর, আমারা চিরবিরহ patch সংক্রান্ত সমস্যা সমাধান করবো। আজকের পোস্টটি তে আমি আমার বাছাই করা PATCH-CRACK দেবো। যা ১০০% হালাল না হলেও কিন্তু কার্যকারী। আর হ্যাঁ এসব patch একদম ভাইরাস মুক্ত। আমি মোট 4 টি patch দেবো, আপনি আপনার পছন্দ মত যেকোনো একটি ব্যাবহার করতে পারেন, অথবা যেকোনো প্রয়োজনে সবগুলো ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের eXclusive পোস্টটি শুরু করা যাক।।
==================================================================

==================================================================


কার্যপদ্ধতিঃ

==================================================================

==================================================================


কার্যপদ্ধতিঃ


==================================================================
আজ চেয়ে ছিলাম আরও দুটা patch দিতে, কিন্তু সম্য স্বল্পতায় দিতে পারলাম না। এজন্য পর্ব-১ ও পর্ব-২ ভাগে দিয়েছি। যদি আজকের patch আপনার কাছে থেকেও থাকে, তবে বলে রাখি এগুলো আপডেট করা একই patch, যা আরও সংশোধন করা হইছে।
আগামীতে (পর্ব-২) তে আরও ২ টি নতুন PATCH দেবো। এজন্য অপেক্ষা করুন এবং বেশি বেশি কমেন্ট করুন।
===================================================================
ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
===================================================================
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটা মেগা পোস্ট নিয়ে এসেছি। আর এমন গুরুত্বপূর্ণ পোস্ট জেন কেউ মিস না করে মনোযোগ দিয়ে পড়ে সেটাই, আমার একান্ত কামনা।
=>আপনারা
ডাউনলোডের জন্য Internet Download Manager এর মত জন প্রিয় সফটওয়্যার
ব্যাবহার করেন। কিন্তু সমস্যা হল মাঝে মধ্যে fake serial এর মত উইন্ডো আসে।
অনেকে নানা patch, ক্র্যাক, Activator ব্যাবহার করেন। বেশির ভাগ কাজ হয়
না, আবার কাজ করলেও আবার fake serial দেখায়।
==================================================================


==================================================================
=>>উপরের ছবির মত আপনারও যদি সমস্যা প্রায়ই হয়ে থাকে তাহলে এই পোস্ট আপনার জন্য। ভালো ডাউনলোড স্পীডের জন্য IDM এর লেটেস্ট ভার্সন 6.15 ব্যাবহার করা উচিত। যদি IDM ইন্সটল করা না থাকে, তাহলে এখান থেকে DOWNLOAD করে নিন।
=>>তারপর, আমারা চিরবিরহ patch সংক্রান্ত সমস্যা সমাধান করবো। আজকের পোস্টটি তে আমি আমার বাছাই করা PATCH-CRACK দেবো। যা ১০০% হালাল না হলেও কিন্তু কার্যকারী। আর হ্যাঁ এসব patch একদম ভাইরাস মুক্ত। আমি মোট 4 টি patch দেবো, আপনি আপনার পছন্দ মত যেকোনো একটি ব্যাবহার করতে পারেন, অথবা যেকোনো প্রয়োজনে সবগুলো ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের eXclusive পোস্টটি শুরু করা যাক।।
==================================================================

==================================================================
IDM PATCH NO.1
প্রথমেই
যে PATCH দেবো, এটা অনেক ভালো এবং কার্যক্ষমতায় অনেক শক্তিশালী। এটি
মাত্র 661 KB এবং ভাইরাস মুক্ত। আপনি নিঃসন্দেহে ব্যাবহার করে IDM কে ফুল
ভার্সনে রূপান্তরিত করতে পারবেন।


কার্যপদ্ধতিঃ
- প্রথমে টাস্কবারের ডান থেকে IDM ক্লোজ করে দিন।
- প্যাচটি ডাউনলোড করার পর ওপেন করুন।
- *আপনি windows 8 ব্যাবহার করলে, ” Run As Administrator” হিসাবে ওপেন করুন*
- patch ওপেন করার পর আপনি PATCH -বাটন দেখতে পাবেন, সেটিতে click করুন।
- ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন।
- সম্পূর্ণ ভাবে patch করার পর EXIT এ ক্লিক করে বেরিয়ে যান।
- এখন Strat মেনু থেকে IDM ওপেন করে দেখুন.. full ভার্সন।

==================================================================

==================================================================
IDM PATCH NO.2
এবার
যে patec দেবো, তাও অনেক কার্যকারী। আর এর অন্যতম সুবিধা হল, এটিতে নিজের
নাম দিয়ে অ্যাক্টিভ করা যায়। যা অনেক সুবিধা জনক। এটি মাত্র 622 KB এবং
ভাইরাস মুক্ত। আপনি নিঃসন্দেহে ব্যাবহার করে IDM কে ফুল ভার্সনে রূপান্তরিত
করতে পারবেন।


কার্যপদ্ধতিঃ
- প্রথমে টাস্কবারের ডান থেকে IDM ক্লোজ করে দিন।
- প্যাচটি ডাউনলোড করার পর ওপেন করুন।
- *আপনি windows 8 ব্যাবহার করলে, ” Run As Administrator” হিসাবে ওপেন করুন*
- patch ওপেন করার পর আপনি PATCH -বাটন দেখতে পাবেন, সেটিতে click করুন।
- ক্লিক করার আপনার ফার্স্ট এবং লাস্ট নাম চাইবে।
- এজন্য আপনি প্রথমে ফার্স্ট নাম এবং পড়ে লাস্ট নাম লিখুন।
- তারপর OK করুন।
- সম্পূর্ণ ভাবে patch করার পর EXIT এ ক্লিক করে বেরিয়ে যান।
- এখন Strat মেনু থেকে IDM ওপেন করে দেখুন.. full ভার্সন।

==================================================================

==================================================================
আজ চেয়ে ছিলাম আরও দুটা patch দিতে, কিন্তু সম্য স্বল্পতায় দিতে পারলাম না। এজন্য পর্ব-১ ও পর্ব-২ ভাগে দিয়েছি। যদি আজকের patch আপনার কাছে থেকেও থাকে, তবে বলে রাখি এগুলো আপডেট করা একই patch, যা আরও সংশোধন করা হইছে।
আগামীতে (পর্ব-২) তে আরও ২ টি নতুন PATCH দেবো। এজন্য অপেক্ষা করুন এবং বেশি বেশি কমেন্ট করুন।
===================================================================
ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
===================================================================
0 comments:
Post a Comment