Social Icons

কখনো কি চিন্তা করেছেন? পৃথিবীর মত গ্রহ আছে এক হাজার ৭ শ’ কোটি

মিল্কিওয়ে বা ছায়াপথ আমাদের পৃথিবীর আকৃতির এক হাজার ৭ শ’ কোটি গ্রহ নিয়ে গঠিত এবং সেখানে গ্রহের সংখ্যা আরো বেশি হতে পারে। সোমবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। এ গবেষণায় পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ আবিষ্কারের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা নাসার কেপলার মহাকাশ যান ব্যবহার করে দেখতে পেয়েছেন যে, আমাদের ছায়াপথের ১৭ শতাংশ তারকার


পৃথিবীর আকৃতির একটি করে গ্রহ রয়েছে। এসব গ্রহ নিজের কক্ষপথ পরিভ্রমণ করে ৮৫ দিনে। মিল্কিওয়েতে ১০ হাজার কোটি তারকা আছে। তার মানে প্রতি ৬টি তারকার মধ্যে পৃথিবীর সমান আয়তনের একটি করে গ্রহ আছে। আমাদের সৌর জগতের বাইরের সকল গ্রহ মানুষের বসবাসের জন্য উপযুক্ত না হলেও পৃথিবীর অনুরূপ গ্রহ খুঁজে পাবার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। তারকা থেকে গ্রহের দূরত্ব খুব ঠান্ডা অথবা উষ্ণ না হওয়ার মতো হলে তরল পানি থাকবে। তরল পানি ও বাতাস হচ্ছে জীবনের জন্য অপরিহার্য। কেপলার মহাকাশ যান তারকাগুলোর পাশ অতিক্রম করার সময় সম্ভাব্য সৌরজগৎ শনাক্ত করে। গবেষণার ১৬ মাসে কেপলার ২ হাজার ৪ শ’  সৌরজগৎ শনাক্ত করে। হার্ভার্ড স্মিথসোনিয়া সেন্টারের ফ্রাঁসোয়া ফ্রেসিন ও তার সহকর্মীরা সৌরজগতের সঠিক সংকেত নির্ধারণে এসব ফলাফল ব্যবহার করেন এবং আকৃতি অনুযায়ী সৌরজগতের তালিকা তৈরি করেন।

0 comments:

Post a Comment