Social Icons

এবার বিভিন্ন সংবাদপত্র পড়ুন সরাসরি একটিমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে


আজকাল সর্বশেষ সংবাদ খুব জরুরী হয়ে পড়েছে। যেকোন মুহুর্তের সর্বশেষ খবরটি এখন  জানা যাবে আরো সহজে সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে।প্রথমআলো সহ বিভিন্ন সংবাদপত্র তাদের নিজেস্ব ‍ অ্যাপ থাকলেও আমাদের জন্য প্রথমআলোর জন্য একটি আবার বিডি নিউজের জন্য আরেকটি আবার কালের কন্ঠের জন্য আরেকটি অ্যাপ রাখা বিরক্তিকর।


এখন আমি এমন একটি অ্যাপের কথা বলব যার মাধ্যমে বাংলাদেশের প্রথম সারির কতগুলো সংবাদপত্র আপনি সরাসরি এক জায়গা থেকে একটি মাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে দেখতে পারবেন।

তবে আপনার মোবাইলে বাংলা সার্পোট না করলে বাংলা দেখতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনি Daily Star অথবা bdnews24.com এর ইংলিশ ভার্সন দেখতে পারবেন ।
তবে আমার symphony w60 তে খুব সুন্দর বাংলায় সর্বশেষ খবরটি দেখতে পারতেছি। বাংলা নিউজ নামের অ্যাপটি google play থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন এই ঠিকানায় ...
https://play.google.com/store/apps/details?id=com.blogspot.eagledictionary.banglanews

0 comments:

Post a Comment