Social Icons

দুর্দান্ত নেট ব্রাউজিং স্পীডে মোজিলা ফায়ারফক্স-20.0 Beta 1(একদম লেটেস্ট ভার্সন)


আসসালামু আলাইকুম,
সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি। আজ ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের আপডেট নিয়ে পোস্ট লিখছি। আগে রিলিস হওয়া ভার্সন ছিল 19 আর আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মোজিলা ফিরেফক্সে 20.1 এবং এটা একদম তরতাজা। তাই দেরি না করে চলুন আজকের পোস্ট ।
পোস্ট: মোজিলা ফায়ারফক্স- 20.1 (একদম নয়া-নতুন)
Mozilla-Firefox (1)

ওয়েব ব্রাউজার এর জনপ্রিয়তার অন্যতম হল মোজিলা ফায়ারফক্স। কাল ( গত ২১/০২/২০১৩ ) তারিখে মোজিলা ফায়ারফক্স এর নতুন ভার্সন 20.0 beta 1 রিলিজ হয়েছে।
আমি আপনাদের নতুন ভাবে ফায়ারফক্স সম্পর্কে বলে, নিজেকে আর ছোট করতে চাই না। কারণ সবাই এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত ফায়ারফক্সের আদি-অন্ত জানে। তবুও জানার স্বার্থে আপনাদের জন্য এই নতুন ভার্সনের কিছু ইনফর্মেশন দিলাম—
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
eba0ef
Technical information
শিরোনাম: ফায়ারফক্স 20 বিটা 1
ফাইলনাম: ফায়ারফক্স সেটআপ 20.0b1.exe
ফাইলের আকার: 20.64MB (21,638,896 বাইট)
প্রয়োজন(OS): এক্সপি / ভিস্তা / Windows7 / Windows8
ভাষা: en-US
লাইসেন্স: ওপেন সোর্স
জন্ম যোগ: ফেব্রুয়ারি 21, 2013
সত্ত্বাধিকারী: মোজিলা অর্গানাইজেশন (www.mozilla.org)
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
Mozilla_Firefox_3.0_downloads_by_region (FILEminimizer) ஜ۩۞۩ஜ|| একবার তাকিয়া দেখুন || ஜ۩۞۩ஜ
সারা বিশ্বে কতবার মোজিলা ফায়ারফক্স ডাউনলোড হয় এবং কতই না এর জনপ্রিয়তা।
( সূত্র: উইকিপিডিয়া )
ஜ۩۞۩ஜ মাপকাঠি ஜ۩۞۩ஜ
fvj
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
Description Information
 >>ফায়ারফক্সের নতুন বৈশিষ্ট্যগুলির সাথে অত্যাধিক গতি, একটি দ্রুততর, আরো নিরাপদ এবং স্বনির্ধারিত ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করে।
ব্যবহারকারীর অভিজ্ঞতাঃ Firefox-র কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নতি করা এবং সেরা ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান। নতুন ফায়ারফক্স স্মার্ট location bar, affectionately হিসাবে পরিচিত “Awesome Bar” রয়েছে।
পারফরমেন্সঃ ফায়ারফক্সের নতুন Gecko শক্তিশালী প্ল্যাটফর্ম উপরে এটি তৈরী করা হয়েছে,নতুন নির্মিত ব্যবস্থার কারণে – Resulting in a safer এবং ব্যাবহার করা অনেক সহজতর।
নিরাপত্তাঃ ফায়ারফক্সের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ফিশিং(phishing) এবং ম্যালওয়্যার(malware), trojans এবং স্পাইওয়্যার থেকে  সুরক্ষা – নিরাপদ রাখতে আরও উন্নতশীল।
কাস্টমাইজেশনঃ  ভিন্নভাবে style ব্যবহার করার সুবিধা এবং ব্যবহারকারীদের জন্য 5,000 এর চেয়েও বেশি add-ons  ব্রাউজারে কাস্টমাইজ করার সুবিধা।

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
আর নতুন কিছু বলার প্রয়োজন হবে না। এখন শুধু একটা কাজ বাকি = গরম গরম ডাউনলোড করা।
তাই দেরি না করে ডাউনলোড করে নিন মোজিলা ফায়ারফক্স 20 beta 1 ( মাত্র ২০.৬৪ MB )।
3480c7cb1d
Download

0 comments:

Post a Comment