Social Icons

খুব সহজে Windows Bootable USB তৈরি করুন।

আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে খুব সহজেই Windows Bootable USB তৈরি করা যায়।

 
আমাদের অনেকেই আছেন যারা USB দিয়ে Windows Setup করি। এছাড়া অনেকের পিসির বা ল্যাপ্টপের DVD Rom নষ্ট হয়ে যায়, যার কারনে বাধ্য হয়ে USB-এর মাধ্যমে Windows দিতে হয়।
 এখানে আবার এই USB-কে প্রথমে Bootable করতে হয়। আর তাই আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হ্য,আবার যারা নতুন পিসি User তাদের তো পড়তে হ্যমহা বিপদে।
তাহলে দেখে নিন, কিভাবে Windows Bootable USB তৈরি করা যায়ঃ 
এর জন্য আপনাকে Windows Usb Tool টি ডাউন লোড করে নিতে হবে।
 
                    ডাউনলোড করুন Windows USB Tool
 
Tool-টি ডাউনলোড করে ইন্সটল করে নিন,
 এরপর Tool-টি Open করুন।
 

এবার Browse-এ ক্লিক করে আপনার Windows ISO ফাইলটি দেখিয়ে দিন।

এরপর ISO ফাইল টিতে ক্লিক করে Open-এ ক্লিক করুন।
 এইবার USB Device-এ ক্লিক করে আপনার Device টি দেখিয়ে দিন।
 শেষবারের মত Begin Copying বাটন-এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। এইবার Bootable USB তৈরি হইয়া পযন্ত অপেক্ষা করুন। Bootable USB তৈরি হয়ে গেলে Success লেখা দেখাবে।
 
কি? খুব সহজ তাই না? পেয়ে গেলেন তো Windows Bootable USB
 
এক্ষেত্রে আপনার ISO ফাইলটি অবশ্যই Bootable ISO হতে হবে। আর এই নিয়মে আপনি Windows XP/7/8/8.1 এর Bootable USB এবং DVD ও তৈরি করতে পারবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

0 comments:

Post a Comment