Social Icons

ইন্টারনেট বিল কমানো নিয়ে গ্রামীণফোনের নতুন প্রতারণা

ইন্টারনেট নিয়ে নতুন প্রতারণা শুরু করতে যাচ্ছে গ্রামীণফোন। সারাদেশে যখন ইন্টারনেটের বিল কমানোর দাবি জোরেশোরে উঠেছে, তখন প্রতারণার নতুন কার্যসূচী ঠিক করতে উঠেপড়ে লেগেছে তারা। এক্ষেত্রে তাই শুধু "P1" এর বিল কমাবে বলে ঠিক করেছে তারা। এবং অন্য সব ইন্টারনেটের বিল অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার বিকেলে গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের ডিজিএম মো. হাসান এক অনলাইন পত্রিকাকে বলেন, ‘পে পার ইউজ অর্থাৎ পি-১ চার্জ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, দ্রুত তা বাস্তবায়ন করা হবে। নতুন চার্জ কতো হবে তা পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নতুন চার্জ কার্যকর হবে।’
এর জবাবে তথ্য প্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলিয়াস চৌধুরী বলেন, ‘পি-১ সাধারণত কেউ ব্যবহার করে না। এ প্যাকেজে বিল কমানোর বিষয়টি শুধুই লোকদেখানো।’

আর পিসি হেল্পলাইন বিডি'র প্রশাসক মোঃ রুবেল আহমেদ বলেছেন, "বিটিআরসি যদি ১৬ কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে অপারেটরদের স্বার্থের দিকে তাকায় তাহলে আমার সেটা মানবো না ও আন্দোলন জোরদার করা হবে , তারা যেহেতু ৩৫ টাকার মধ্যে p3 দিতেছে , তাই আমাদের দাবি ১জিবির দাম সর্বোচ্চ ৫০ টাকা ও সর্বনিম্ন ১০ নির্ধারণ করে দিতে হবে ও সর্বনিম্ন গতি ৫১২ kbps নির্ধারণ করে দিতে হবে ।"
এদিকে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের বিল কমানোর দাবিতে বুধবার বিকেল ৩টা থেকে বিটিআরসি এর সামনে লাগাতার গনঅবস্থান কর্মসূচী দেয়া হয়েছে। গত ১মাস ধরেই এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে।
আন্দোলনকারিদের দাবি প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০টাকা হারে দেবার জন্য। এছাড়াও  সর্বনিম্ন গতি ৫১২কিলোবিট করার জন্য।
এ নিয়ে আন্দোলনকারী এবং মোবাইল অপারেটরদের সঙ্গেও বৈঠক করেছে বিটিআরসি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দিবে বলে জানিয়েছে তারা।
বর্তমানে পি১ প্যাকেজে প্রতি কিলোবাইট দুই পয়সা করে চার্জ করা হয়। এবং প্রতি মাসে ২০০টাকা সর্বোচ্চ ব্যবহার করা যায়।
[ একটি অপারেটর বিডি প্রকাশণা ]

0 comments:

Post a Comment