Social Icons

গরম ভুলে যান আসছে শীতাতপ নিয়ন্ত্রিত পোশাক

আজব প্রযুক্তির দুনিয়ার আবারো স্বাগতম জানাই সকল বন্ধুদের। টেকনোলজি আমাদের জীবনের খুব প্রয়োজনীয় একটি জনিস তবে মাঝে এই টেকনোলজি হতে পারে কিছুটা আজব ধরনের। তেমনি একটি নতুন প্রযুক্তি নিজে আজকে আলোচনা করব আমরা। সম্প্রতি ভারতের এক উদ্ভাবক শীতাতপ নিয়ন্ত্রিত পোশাক উদ্ভাবন করেছেন। বলা যেতে পারে এই পোশাকের মাঝে থাকবে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ ক্ষমতা। চরম গরমেও আপনাকে দিতে পারে শীতের আমেজ। সৌরকোষ ও বিশেষ ধরনের পাখাযুক্ত এ পোশাকের মাধ্যমে মোবাইল ফোন, ট্যাবলেট প্রভৃতি চার্জ দেওয়ার পাশাপাশি আবহাওয়ার প্রেক্ষিতে শরীর ঠান্ডা বা গরম রাখার সুবিধাও পাওয়া যাবে।
solar power shirt 899x899 গরমের দিন ভুলে যান আসছে শীতাতপ নিয়ন্ত্রিত পোশাক
এক খবরে এ তথ্যটি জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ফটোভোল্টিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন বিশেষজ্ঞ শান্তিপদ গনচৌধুরির পরিকল্পনা অনুযায়ী, ‘সোলার সামার শার্ট’ নামের এ পোশাকে তন্তুর সঙ্গে বা জামার পকেটের সঙ্গে ক্ষুদ্রাকার সৌরকোষ বসানো হবে। যার মাধ্যমে দেহের উষ্ণতা সহজে বেড় করে দিয়ে দেহর উষ্ণতা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে এই পোশাক।
বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক শান্তিপদ পিটিআইকে জানিয়েছেন, জামায় বসানো সৌরকোষের সাহায্যে ৪০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এক্ষেত্রে প্রায় ৩ ইঞ্চি মাপের সৌরকোষ জামার সঙ্গে বসাতে হবে। মূলত দুটি স্তরবিশিষ্ট এ জামায় থাকবে সৌরকোষ। সৌরকোষ থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে ইলেকট্রনিক পণ্যে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি সৌরবিদ্যুতের শক্তিতে জামায় সংযুক্ত চারটি পাখাও ঘুরবে। বিশজ্ঞদের মতে বলা হয়েছে যে, এই প্রযুক্তি বাজারে আসলে বেশ বর রকমের আলোড়ন সৃষ্টি করে দিতে পারে এবং বিশেষ করে গরম দেশগুলোতে এই পোশাকের বিপুল পরিমাণের ব্যবসা হতে পারে।

0 comments:

Post a Comment