সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার নতুন
পোষ্ট নিয়ে হাজির হলাম। খুব সহজ একটা ব্যাপার তারপরও অনেকেই হয়তো জানে না।
তাই শেয়ার করলাম। অনেকেই দেখছি হা হুতাশ করে বলে ভাই আমার উইন্ডোজ ৮ এর
অটোমেটিক আপডেট বন্ধ তারপরও ব্যান্ডউইথ হাওয়া হয়ে যায়। আমার লিমিটেড
প্যাকেজ। হেন তেন… ডট ডট ডট… উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনুতে থাকা
অ্যাপ্লিকেশান যেগুলা ইন্টারনেট ভিত্তিক যেমন মেইল, ফটো, ওয়েদার,
মেসেঞ্জার, স্পোর্ট, স্টোর, স্কাই ড্রাইভ, ম্যাপস, নিউজ…… আরও যা যা আছে
সবগুলাই ইন্টারনেট সংযোগ পেলে অটো আপডেট দিতে থাকে। যার ফলে ব্যান্ডউইথ নাই
হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটে…
ধন্যবাদ সবাইকে।
0 comments:
Post a Comment