
প্রথমেই প্রিয় পাঠকবৃন্দদের সালাম জানাই । আচ্ছালামুআলাইকুম ।
** এটি মার্চ মাস আর ১৯৭১ সালের এই মার্চ মাসের ২৫ তারিখের রাতে আমাদের বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী তারপরে আমাদের বাঙ্গালীরা র্দীঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন করেছিলেন । তাই আমরা স্বাধীন দেশের নাগরিক । আমরা আজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের মূল পোষ্টের বক্তব্য শুরু করছি ।**
আপনারা যারা আমার গত পোষ্টে KASPERSKY ANTI-VIRUS & INTERNET-SECURITY সফটওয়্যার এর জন্য আদেশ/উপদেশ/অনুরোধ করেছিলেন এবং যাদের কাছে এইটা নেই কিন্তু ব্যবহারে ইচ্ছুক আবার যাদের আছে, কিন্তু নতুন র্ভাসন এর নেই তারা এক্ষুণি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে । যারা এর কাজ সমন্ধে জানেন না তারা এর কাজ সমন্ধে জেনে নিন । KASPERSKY ANTI-VIRUS মূলত শুধু মাএ আপনার কম্পিউটারে লুকিয়ে থাকা Virus গুলো ধ্বংস করতে পারে আর অপরদিকে KASPERSKY INTERNET-SECURITY এটি দিয়ে আপনার কম্পিউটারের ভাইরাস ধ্বংস করে এবং সাথে সাথে আপনি ইন্টারনেটে যেন কোন প্রকার ভাইরাস দ্বার আক্রান্ত না হন সে দিকে খেয়াল রাখে । তাই আমার মতে আপনার উচিত KASPERSKY INTERNET-SECURITY টা ব্যবহার করা । এবার অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন ।
Click here for download kaspersky anti-virus
Click here for download kaspersky internet-security
*** এখন আপনার করণীয় কাজ সমূহ :
{১} প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
{২} ইনস্টল দিন ।
{৩} ইনস্টল এর পরে লাইসেন্স দিয়ে একটিভেট করে নিন ।
এক্টিভেট করতে না জানলে এবং লাইসেন্স কী না থাকলে আমার ১ম এবং ২য় পোস্টটি ঘুরে আসুন । এবার কিছু কথা নতুনদের জন্য, আপনারা যারা নতুন তারা অব্যশই একটিভেট করার পরে সম্পূণ কম্পিউটার একবার Full Scan করবেন তারপর যদি ভাইরাস থাকে তাহলে এটি নিজে নিজে ভাইরাস এর জীবাণু দূর করবে অথবা ভাইরাস ডিলেট দিবে । আর যে কোন এন্টিভাইরাস এর ভাল সুবিধা পেতে অব্যশই আপডেট দিতে হয় । তাই আপনি ও আপডেট দিন সপ্তাহে একবার ।
** এক্টিভেট এবং লাইসেন্স বিষয়ে আমার ১ম পোষ্ট পড়তে এখানে ক্লিক দিন http://www.pchelplinebd.com/archives/51256
এক্টিভেট এবং লাইসেন্স বিষয়ে আমার ২য় পোষ্ট পড়তে এখানে ক্লিক দিন http://www.pchelplinebd.com/archives/51584
*** আপনাদের যে কোন সমস্যায় আমাদের জানাবেন কমেন্ট comment এর মাধ্যমে অথবা যারা কম জানেন বলে কমেন্ট করতে লজ্জা পান তারা আমার ফেইসবুকে মেসেজ দিতে পারেন www.facebook.com/sobujssss
*** পিসিহেল্পলাইনবিডি এর সাথে থাকুন এবং ঞ্জান অর্জন করুন | আপনার মূল্যবান সময় পিসিহেল্পলাইনবিডি এর সাথে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ।
***
0 comments:
Post a Comment