কেমন আছেন সবাই ? আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রথমেই বলে নিচ্ছি এটা আমার টেকটিউনস এ প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা করে দিবেন । অনেকেই বলেন প্রথমে ফেসবুক চেক করেন তার পরই টেকটিউনস । আমি প্রথমেই টেকটিউনস চেক করি পরে অন্যগুলো । টেকটিউনস আমাকে অনেক দিয়েছে। টিটির কল্যাণে আজ আমার নিজের একটি ব্লগ সাইট আছে । আমি ছোটখাট ফ্রিল্যান্সারও। টিটি কে আমি কিছুই দিতে পারিনি । তাই এই ছোট্ট প্রয়াস।

অনেক বকবক করলাম এবার মূল প্রসঙ্গে আসি। আমরা অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখতে চাই। অনেকের এসইও তে আগ্রহের শেষ নেই। আর যাদের ওয়েব সাইট আছে তাদের তো এসইও করতেই হবে তা ছাড়া ভিজিটর পাওয়া সম্ভব নয় । ভিজিটর হচ্ছে একটি সাইট এর প্রাণ । ইন্টারনেট এ এসইও এর উপর ভিডিও টিউটোরিয়াল এর অভাব নেই । কিন্তু সব গুলোই ইংরেজিতে । বাংলায় ভিডিও টিউটোরিয়াল খুব কম । তাই খুজতে লাগলাম বাংলায় ভাল কোন ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় কিনা ? অবশেষে পেয়েও গেলাম । তাই আপনাদের সাথে শেয়ার করলাম । প্রায় ১.৫ ঘন্টার বাংলা ভিডিও টিউটোরিয়ালটি মাত্র ৮৬.৬১ এমবি। এই টিউটোরিয়ালটির মাধ্যমে এসইও এর ভাল ধারনা পাবেন । টিউটোরিয়ালটি অনুসরণ করলে নতুনরাও এসইও করতে পারবেন ।

আসুন দেখি এই ভিডিও টিউটোরিয়ালটিতে কি কি আছে -
- এসইও কি ও কেন?
- এসইওর শ্রেণী বিভাগ
- এসইওর গুরুত্বপূর্ণ দিক
- অনপেজ অপটিমাইজেশন
- কী ওয়ার্ড রিসার্চ
- সাইটম্যাপ তৈরি
- সাইটম্যাপ সাবমিট
- সাইট ইনডেক্স ইন গুগল
- পেজ রেঙ্ক
- এলেক্সা রেঙ্ক
- পিং প্রসেস
- যেভাবে কমেন্টস করবেন
- বুকমার্ক
- ফোরাম পোস্টিং
- ব্লাক এসইও
- হোয়াইট এসইও

পার্ট ১ Bangla SEO Video Tutorial 1.rar
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?srpsg95362l0367
পার্ট ২ Bangla SEO Video Tutorial 2.rar
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?tbvvyd7vvaq23rv
rar ফাইল টি ওপেন করার জন্য winrar ডাউনলোড করে নিতে পারেন http://www.mediafire.com/?9efqe7yfd3lch55 এই লিংক থেকে ।
যেহেতু প্রথম টিউন তাই জানাবেন টিউনটি কেমন হয়েছে। ভাল বা মন্দ টিউনটি যেমনই হোক কমেন্ট করবেন। আপনাদের উপকার হলেই এই টিউনটি সার্থক হবে ।
কষ্ট করে পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
0 comments:
Post a Comment