Social Icons

স্বপ্নের দেশ আমেরিকা ভ্রমনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় টিপস


 আমেরিকা আমাদের কাছে স্বপ্নের মত একটি দেশ। ছোটবেলায় এমন কি বড় হয়েও আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখে না এমন মানুষ কমই আছে। কিন্তু আমারিকা সম্পর্কে কোনও সঠিক ধারনা না থাকার কারণে অনেকেই ওখানে গিয়ে অনেক সমস্যায় পড়ে। যদি সেখানে আত্মীয় স্বজন থাকে তাহলে সুবিধা পাওয়া যায়। কিন্তু যাদের কেউ নেই তারা ওখানে গিয়ে একটা নতুন দুনিয়া বা জীবনের সাথে সহজে মানিয়ে নিতে পারে না। কারন বাংলাদেশ আর আমেরিকার জীবন যাত্রা এক না। সুতরাং আমারিকা যাওয়ার আগেই যদি আমরা জেনে যেতে পারি যে আমেরিকায় কোথায় কি আছে,
কোথায় শপিং মোল আছে, কোথায় আকর্ষণীয় বা দর্শনীও স্থান আছে, কোথায় জাদুঘর আছে, কোথায় সিনেমা হল আছে, কোথায় গেলে গাড়ি ভাড়া করতে পারবো, কোথায় ভালো খাবার যায়গা আছে, কোন কোন হোটেল থাকার জন্য ভালো, তাদের রুম ভাড়া কেমন………… তাহলে আমাদের জন্য আমারিকা ভ্রমন অনেক সহজ হয়ে যাবে।
এরকমই একটি তথ্য সম্পন্ন ওয়েবসাইট হচ্ছে ইউএসএলিস্টিং.নেট। এই সাইট টি চেষ্টা করেছে সব রকমের গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়ার জন্য। এই সাইট টি তে গেলে আপনি জানতে পারবেন আমেরিকার  বড় বড় শপিং মোল কোথায় আছে, কোথায় আছে আকর্ষণীয় বা দর্শনীও স্থান, কোথায় ঐতিহাসিক তথ্য নিয়ে যাদুঘর আছে, কোথায় মান সম্পন্ন সিনেমা হল আছে, কোথায় গেলে গাড়ি ভাড়া করতে পারবেন, কোথায় ভালো খাবার যায়গা আছে, অল্প খরচে কোন হোটেলে থাকতে পারবেন ইত্যাদি। সাইট টি রিজিওন এবং ক্যাটাগরি তে বিভক্ত করা আছে। আপনি ইচ্ছা করলে রিজিওন অনুযায়ী অথবা ক্যাটাগরি অনুযায়ী আপনার তথ্য খুঁজে নিতে পারেন।
আপনার ভ্রমন হোক ঝঞ্ঝাট মুক্ত www.usalisting.net

0 comments:

Post a Comment