Social Icons

নিজের পছন্দ মত লোগো তৈরি করুন অনেক কম সময়ে AAA Logo 2010 দারা খুব কম সময়ে!

অফিস, স্কুল, যেকন প্রতিষ্ঠান বা ওয়েব সাইট এর জন্য আমাদের অনেক কস্ট করে ফটোশপ বা ইলাস্ট্রাটর দিয়ে আমাদের অনেক সময় নস্ট করে লোগো বানাতে হয়। আর সময়ের অভাবে লোগ ভালভাবে বানানো যায় না। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব যে সফটওয়্যার দিয়ে আপনি মাত্র ২-৩ মিনিটের মধ্যে  দারুন দারুন লোগো বানাতে পারবেন।

সফটওয়্যার পরিচিতি

নামঃ AAA.Logo.2010.Business.Edition
সঙ্কস্করনঃ ৩.১০

যেভাবে লোগো বানাবেনঃ

প্রথমে আপনার ইন্সটল করা AAA Logo 2010 সফটওয়্যার টা ওপেন করুন।
নিচের চিত্রের মত আসবে এখন সেখানে আপনি আপনার পছন্দ মত  টেম্পলেট  নিতে পারবেন ।
০১/ Browse Template Styles: থেকে আপনি যে বিভাগের টেম্পলেট পছন্দ করেন সেটা সিলেক্ট করতে হবে।
০২/ এখানে ৪ টা টেম্পলেট দেখাচ্ছে আপনি Previous Page<> Next Page বাটনে ক্লিক করে আর টেম্পলেট দেখতে পাবেন।
০৩/ ৪ টার ভিতর আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করুন।
টেম্পলেট সিলেক্ট করার পর নিচের চিত্রের মত আসবে।
০১. আইকন গ্যালারি এখান থেকে আপনি আপনার পছন্দ মত আইকন ইনসার্ট বা এডিট করতে পারেন।
০২. আপনার প্রিভিউ বা এডিট এর জায়গা।
০৩. কালার পালেট এখান থেকে আপনি আপনার আইকন বা টেক্সট এর উপর কালার দিত পারবেন।
০৪. যে আইকন বা টেক্সট এডিট করছেন সেটা এখানে রিসাইজ  করতে পারবেন।
০৫.  এডিট বার এখান থেকে টেক্সট এডিট সহ কালার ও আনান্য ডিজাইন করতে পারবেন।
আপনার পছন্দের আইকন বানানর পর আপনাকে সেভ করেতে হবে কিভাবে তা নিচে দেখনিন
আপনি যদি ওয়েব এর জন্য লোগো বানিয়ে থাকেন তাহলে Export Logo For Web… দিয়ে JPG মুডে সেভ করবেন। (মনে রাখবেনঃ যদি আপনি PNG মুডে সেভ করেন তাহলে অবসসই PNG 24-Bits FILE সিলেক্ট করে Transparent Background সিলেক্ট করে সেভ করবেন)
যদি আপনি প্রিন্ত করার জন্য সেভ করেন তাহলে ত কন কথাই নেই JPG বা PNG মুডে সেভ করতে পারেন।
এবার আপনি সফটওয়্যার টা ডাউনলোড করেনিন

ডাউনলোড লিঙ্ক

পাসওয়ার্ডঃ http://www.amaderforum.com
দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করুন

0 comments:

Post a Comment