Social Icons

সবচেয়ে সহজ পদ্ধতিতে নিজের একটা সাইট খুলুন (একদম বিনামূল্যে)


আমাদের অনেকেরই নিজেদের একটা সাইট কিংবা ব্লগ প্রয়োজন। কিন্তু ব্যপারটা বেশ ঝামেলার। ব্লগ তৈরি না শিখে সম্ভব না। সাইট create করবেন, এতেও বহু ঝামেলা। তাই আজ আমি আপনাদের জন্য চরম একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি (শুধুমাত্র যারা জানেন না, তাদের জন্য)। আমি আপনাদের এইসব চাহিদা ঝামেলা ছাড়াই পুরণ করার চেষ্টা করব।

প্রথমে, এই সাইটে প্রবেশ করুন।
এবার প্রয়োজনীয় তথ্যগুলো পুরন করুন।
এখানে আপনি আপনার পছন্দমতো theme লাগাতে পারবেন।
এক কথায় আপনি আপনার নিজের মতো করে সাইটটি সাজাতে পারবেন।
আজ আর নয়। আবার অন্যদিন নতুন কিছু নিয়ে হাজির হব......ইন-শা-আল্লাহ
যদিও পোস্টটি খুব ছোট, তবুও কেমন লাগলো জানাতে ভুলবেন না...... :-(
Good Bye......

0 comments:

Post a Comment