Social Icons

নতুন এক ভাইরাসের খবর জানা গেছে যেটি টাকা চুরি করে

প্রযুক্তির খবর নিয়ে আজব টেক হাজির হয়েছে। আজকে একটি আজব ভাইরাসের কথা জানাতে এসেছি।ম্পিউটার থেকে জরুরি ও ব্যক্তিগত তথ্য চুরি করা ভাইরাসের কথা এখন সবার জানা। এবার নতুন এক ভাইরাসের খবর জানা গেছে যেটি টাকা চুরি করে। টাকা চোর এ ভাইরাসের কীর্তি এখানেই সীমিত নয়; চুরির পর এটি নিজে থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকার অঙ্ক ঠিকমতো বসিয়ে একটি ভুয়া নথি তৈরি করে রাখে। ফলে টাকা চুরি হওয়ার পরও ঘটনার শিকার ব্যক্তি সেটি বুঝতে পারে না। বোঝে, যখন ব্যাংক থেকে চেক ফিরিয়ে দেওয়া হয়।

ট্রাস্টিয়ার নামে অনলাইন নিরাপত্তাবিষয়ক একটি প্রতিষ্ঠান ভাইরাসটিকে শনাক্ত করেছে। সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এ ভাইরাসের মাধ্যমে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা হয়েছে। প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো ব্যক্তি যখন ইন্টারনেটে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য খোঁজে, তখন এ ভাইরাস তার কাজ করে।
ইন্টারনেট ব্রাউজার থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের ওই অ্যাকাউন্টের প্রোফাইলে লগ-ইন করার পাসওয়ার্ড সংগ্রহ করে নেয়। সেটি ব্যবহার করে প্রকৃত অ্যাকাউন্টধারী সেজে ওই অ্যাকাউন্টের টাকা উঠিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, ভাইরাসটি ব্যাংক ব্যালেন্সের অঙ্কটি ঠিক রেখে একটি ভুয়া দলিল তৈরি করে ওই প্রোফাইলে পাঠিয়ে দেয়। এতে অ্যাকাউন্টধারী যখনই অনলাইনে ব্যাংকে নিজের অ্যাকাউন্টের প্রোফাইলে ঢোকেন, তিনি সব কিছু ঠিকঠাক দেখতে পান। কিন্তু ওই সময়ের মধ্যে চোর তার চুরির কাজটি সেরে নেয়। প্রকৃত অ্যাকাউন্টধারী অনলাইনে বা সরাসরি ব্যাংকে গিয়ে যখন টাকা ব্যবহার করতে চান, তখন ব্যাংকের নিজস্ব কম্পিউটারের প্রোফাইলে অ্যাকাউন্টে গরমিল ধরা পড়ে।
সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা জানিয়েছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে টার্গেট করে সাইবার-অপরাধীরা এ কাজ করছে। এ জন্য তারা ‘ট্রোজান হর্স’ ভাইরাসের একটি নতুন ভার্সন ব্যবহার করছে। বিষয়টি উদ্বেগের হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্রাউজার নিয়মিত আপডেট করে এ সমস্যা থেকে কিছুটা বাঁচা যেতে পারে। এ ছাড়া ব্রাউজার মোজিলা, ক্রোম বা ইন্টারনেট এঙ্প্লোরারের ‘অ্যান্টি ফিশিং’ অপশনটি ‘অন’ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র : দ্য ডেইলিমেইল অনলাইন।

0 comments:

Post a Comment