১) প্রথমে ব্রাউজারটি খুলুন। তারপর এড্রেস বার এ লিখুন about:config আর এন্টার দিন। নিম্নরুপ:

২) নোটিফিকেশন টাতে ক্লিক করুন।
৩) তারপর একটি নতুন সারচ বক্স খুলবে এই সারচ বক্স এ network.http এটি লিখে এন্টার দিন। নিম্নরুপ:

৪) তারপর আপনি ডাবল ক্লিক করুন “‘network.http.pipelining” এইটি এবং ”network.http.proxy.pipelining” এই টির উপরে। দেখবে এদেরে স্টেটাস চেইন্জ হয়ে “True” হয়ে যাবে। নিম্নরুপ:


৫) এখন আপনি “network.http.pipelining.maxrequests” এই অপসান টির ভেলু মডিফাই করে 30 দিন।

৬) এখন খালি একটি জায়গাতে রাইট মাউস বাটন ক্লিক করুন এবং “New” সিলেক্ট করে “integer” সেলেক্ট করুন।

৭) তারপর nglayout.initialpaint.delay এটি লিখুন এবং OK চাপুন, তারপর 0 টাইপ করুন।


আপনার কাজ সমাপ্ত।
0 comments:
Post a Comment