
“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।আমরা সবাই গান শুনি আর সেই গানের সাথে যদি লিরিক্স দেখতে পারা যায় তাহলে কেমন লাগবে অবশ্যই অনেক ভাল।আজ আমার পোষ্ট হচ্ছে MiniLyrics নিয়ে এটি একটি বহুলআলোচিত একটি অ্যাপস। এ অ্যাপসএর সাহায্যে গান শুনলে সঙ্গে সঙ্গে গানের কথাও দেখা যায়।।তবে যারা ডিজে গান শুনেন তারা ডিজে গান শুনার সময় ডিজে গানের লিরিক্স পাবেন না ।
দেখতে হলে আপনার ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে
এ অ্যাপসগুলো ব্যবহার করে ইংরেজি গানের মতোই বাংলা গানের গানের কথাও দেখা যাবে। বাংলা-সমর্থিত অ্যান্ড্রয়েড স্মার্টফোন কম্পিউটারে অ্যাপস প্লেয়ার দিয়ে বাংলা গান শুনলে গানের কথার সঙ্গে সঙ্গে চলে আসবে বাংলা অক্ষরে সংশ্লিষ্ট গানের কথা।
(সব গানের জন্য এটি কাজ নাও করতে পারেন কোন গান গুলো তে কাজ হবে তা দেখতে এখানে ক্লিক করুন)
বর্তমানে বাংলা গানগুলো টিউনউইকি ও মিনিলিরিকস সার্ভারে রাখা আছে।ভবিষ্যতে আরও গানের ‘বাংলা সিনক্রোনাইজড লিরিকস’ সংযোজিত হবে
আপনি যে কোন প্লেয়ার দ্বারা গান শুনেন এটি আপনি দেখতে পারবেন।
আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে ডাওনলোড করতে পারেন।
এখানে শুধু কম্পিউটার এর জন্য লিঙ্ক দেওয়া হল।
এই সফটওয়্যার টি যদি আপনার দরকার হয় তাহলে এখানে ক্লিক করুন।
জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।
ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
0 comments:
Post a Comment