Social Icons

WeatherMate দিয়ে কম্পিউটারে দেখে নিন পৃথিবীর সকল অঞ্চলের আবহাওয়ার বিবরন।


আজ আপনাদের জন্য সুন্দর উপহার নিয়ে এসেছি, যা দিয়ে পৃথিবীর যে কোন অঞ্চলের আবহাওয়া দেখে নেয়া যাবে আপনার কম্পিউটারে। এই জন্য আপনাকে প্রথমে WeatherMate নামের ছোট সফট  মাত্র ১.১৬ মেগাবাইট। http://www.mediafire.com/?ipgdu1379uicbkn এখান থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল শেষে ডেস্কটপ এ আইকন পাবেন WeatherMate নামে একটি আইকন তাতে ডাবল ক্লিক করুন ও Option এ গিয়ে show radar image সিলেক্ট করলে নিচের চিত্রের মত পাবেন
 

এবারে দেখে নিন আপনাকে কি কি করতে হবে——-
১। Options এ গিয়ে আপনি বিভিন্ন অপশন ঠিক করে নিতে পারেন।
২। Locations এ গিয়ে আপনি যে দেশের ও যে অঞ্চলের আবহাওয়া দেখতে চান তা ঠিক করে নিন।
৩। Speak এ ক্লিক করলে আবহাওয়ার বিবরণ কম্পিউটারে শুনতে পারবেন।
৪। Hide এ ক্লিক করলে উপরের চিত্রটি টাস্কবারে আইকন হিসেবে চলে যাবে।
৫। Animate এ ক্লিক করলে অ্যানিমেশন আকারে আবহাওয়ার চিত্রটি দেখতে পাবেন

তো বন্ধুরা এটি প্রায় সকল অপারেটিং সিস্টেমে চলবে। তাহলে উপভোগ করুন WeatherMate ও ভাল ও সুস্থ্য থাকুন।
( বিঃ দ্রঃ- অবশ্যই ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে )

0 comments:

Post a Comment