Social Icons

জনপ্রিয় কিছু রম গেম Street Fighter, Mustofa, Captain Commando খেলুন অ্যান্ড্রয়েড মোবাইলে

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।আপনারা অনেকেই জানেন ইমুলেটর এর সাহায্যে রম গেম খেলা যায়। আর এই রম গেম খেলার জন্য আদর্শ একটি প্লাটফর্ম হচ্ছে  এনড্রএড মোবাইল। আজ আমি এইসকল রম গেম হতে জনপ্রিয় কিছু  গেম আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে সেগুলো আপনার   অ্যান্ড্রয়েড মোবাইলে  খেলবেন সেটাও বলবো। প্রথমেই বলে রাখা ভাল আপনারা অনেকেই এই বিষয় গুলো জানেন তাই যারা জানেন না বা জানার সময় পান না তাদের জন্য আমার এই পোস্ট। আশাকরি ভুলত্রুটি  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


কিভাবে খেলবেন ???
প্রথমে tiger arcade.apk ইমুলেটর ফাইলটি এখান থেকে ডাউনলোড  করে  সাধারণভাবে ইন্সটল করুন।
এবার আপনার ফোনের মেমোরি কার্ডে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করুন। ফোল্ডারের নাম দিন roms  এবার নীচে দেয়া  Zip ফাইল গুলো ডাউনলোড করে এই ফোল্ডারে paste করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার tiger arcade ওপেন করে গেমস গুলো খেলুন। মনে রাখবেন tiger arcade এর গেম বাটনগুলো আপনি আপনার সুবিধা অনুযায়ী উপরে নিচে নামাতে পারবেন settings অপশন থেকে।
বি. দ্র. zip ফাইলগুলো ভুলেও extract করবেন না। ঠিক যেভাবে ডাউনলোড করবেন সেভাবেই roms ফোল্ডারে paste করবেন।
1.কাডিলাস অ্যান্ড ডায়ানসরসঃ কাডিলাস অ্যান্ড ডায়ানসরস (আমাদের দেশের মোস্তফা) নামের এই গেমটির প্রতি ছোটবেলা থেকেই অনেকের রয়েছে প্রচণ্ড ভালবাসা। এমনকি এখনো খেলতে ভালো লাগে মোবাইলে। আমি জানি এখানকার অনেকেই এই গেমটির .apk ফাইল শেয়ার করেছে এবং আমি নিজেও করেছিলাম। কিন্তু .apk দিয়ে continue coin নেয়া যায় না বিধায় বড়জোর ৪ stage পর্যন্ত যাওয়া যায়। তবে এই রম গেম দিয়ে আপনি গেম ওভার করতে পারবেন, কারন continue coin এখানে নেয়া যায়।তাই শেয়ার করলাম।
                                                                                        ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
2. STREET FIGHTER 2:   SF গেমটি গুগল প্লেতে থাকলেও পেইড গেম ও সাইজ অনেক বেশি হওয়ার কারনে অনেকেই খেলতে পারেননি এই অসাধারণ গেমটি। তাই রমটি শেয়ার করলাম আপনাদের সাথে।
                                                                                        ডউনলোড করতে এখানে ক্লিক করুন
3. CAPTAIN COMMANDO                                                                                         ডউনলোড করতে এখানে ক্লিক করুন  
4.THE PUNISHER                                                                                          ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

0 comments:

Post a Comment