Social Icons

থ্রিডি স্টুডিও ম্যাক্স – তৈরি করে ফেলুন জটিল মাকড়শার জাল !


অনেকদিন পর আবার টীউন করতে আসলাম থ্রিডি ম্যাক্স এর উপরে। কেমন আছেন আপনারা ? আজকে আমরা মাকড়সার জাল বানাবো , বিভিন্য পুরাতন জিনিসে আরটিস্টীক লুক দিতে আমরা মাকড়সার জাল ব্যাবহার করতে পারি। এই টিউটোরিয়াল টার জন্যে আপনাকের কয়েক কিলোবাইটের একটা প্লাগইন ডাউনলোড করে নিতে হবে সুধু। প্লাগইনটির নাম কবওয়েব। ডাউনলোড: http://www.mediafire.com/?5bjriga8qiqlabi
আজকের টিউটোরিয়ালটি এতই সহজ যে এটা একদম বিগিনাররাও খুব সহজে করতে পারবেন আর যারা একটু ঘাটাঘাটি করবেন তারা হয়ত খুবি নান্দনিক কিছু একটা করে ফেলতে পারবেন ...

চলুন দেখি এই প্লাগইন টি দিয়ে কিছু থ্রিডি ছবি...

আপনি হয়ত ভাবছেন এত জটিল একটা জাল বানানো কি এতই সোজা?  আসলেই সোজা ,  এই দেখুন ঝটপট আমিও একটা টেস্ট করে ফেললাম ৫ মিনিটেই মাউসের কয়েকটা ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনার মাকড়শার জাল :)

এখন বলেন জাল কিভাবে বানাবো ?

প্রথমেই আপনার থ্রিডি ম্যাক্স ওপেন করে MAXscript মেনু থেকে RUN Script এ ক্লিক করে আমার দেয়া ফাইলটি(cobwebsV7.ms) সিলেক্ট করুন , প্লাগইন টির  উইন্ডো ওপেন হবে ...
ব্যাস আপনি সবচাইতে কঠিন কাজটি করে ফেললেন :) এখন ম্যাক্স ভিউপোর্ট এ আপনি যে অবজেক্ট গুলার মধ্যে জাল তৈরি করতে চান অইগুলা সিলেক্ট করে 'Create Cobwebs' বাটনে চাপুন আর দেখুন ম্যাজিক ! জালের সংখ্যা বাড়াতে হলে CoBwebs উইন্ডো তে Strands এর সংখ্যা বাড়িয়ে দিন ইচ্ছামত।
রেন্ডার করার জন্যে মডিফাই পেনেল থেকে জালগুলোকে রেন্ডারেবল করে দিন আর ইচ্ছামত থিকনেস দিয়ে দিন নিচের স্ক্রিনশট এর মত ...
প্লাগিনটি নিয়ে ঘাঁটাঘাঁটি করুন আর আপনার ক্রিয়েটীভিটী কে দিন নতুন মাত্রা ...

0 comments:

Post a Comment