Social Icons

নষ্ট বা আঁচর পড়া সিডি/ডিভিডি থেকে তথ্য উদ্ধার করুন




আসসালামু আলাইকুম । সিডি /ডিভিডি ডিস্ক ঠিকমতো সংরক্ষন না করলে আঁচর পড়ে, নষ্ট হলে বা অন্য কারনে ফাইল কপি করা বা উদ্ধার করা সম্ভব হয় না। ডিস্কের মান খারাপ হলেও এমনটি হতে পারে। এসব তথ্য উদ্ধার করা যায় আ্যাবিসল রিকভারি সফটওয়্যার দিয়ে।

http://freeandfreeware.blogspot.com/2010/07/recover-data-from-damaged-corrupted.html এখান থেকে ডাউনলোড করে নিন।
সফটওয়্যার টির ব্যবহার খুবি সোজা। আসা করি সবাই পারবেন। এই জন্য আর screenshot দিলাম না। আর কোণও সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্ট এর মাধ্যমে।
সবাই ভাল থাকবেন। আর ভাল লাগলে লাইক এবং কমেন্ট করবেন।

0 comments:

Post a Comment