আপনার কম্পিউটারের আবহ আরও সুন্দর ও আকর্ষনীয় করার জন্য হয়ত আপনি অনেক সময় অনেক সফটওয়ার ব্যাবহার করেছেন কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনার সিস্টেমকে ফাস্ট রাখার জন্য আপনি যত বেশি অপ্রয়োজনীয় সফটওয়ার কম ইনস্টল করবেন ততই আপনার সিস্টেম ফাস্ট থাকবে।
উইন্ডোজকে আকর্ষনীয় করার জন্য আপনি চাইলে আপনার হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভের ব্রাকগ্রাউন্ড এ পরিবর্তন আনতে পারেন আপনার ইচ্ছামত। এজন্য নোটপ্যাডে নিচের কোডটা টাইপ করুন
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Folder name\pic.jpg
এবার এটিকে DESKTOP.INI নামে ভে করুন।
কোড গুলো একটু খেয়াল করে দেখুন এখানে IconArea_Image=Folder name\pic.jpg নামের একটা কোড আছে। আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ছবি গুলো দেখতে চান সেগুলোকে Folder name নামক একটা ফোল্ডারের ভেতর pic.jpg নামে রাখুন এই নামটা আপনার ইচ্ছামত করে নিতে পারেন। ছবিগুলো jpg ফরম্যাটে এবং সাইজ আপনার কম্পিউটারের স্ক্রিন রেজুলেশন অনুযায়ী হলে ভালো হয়। এখন যে ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেই ড্রাইভের ভিতর DESKTOP.INI ও Folder name দুটিকে রেখে রিফ্রেস করলেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে।

এভাবে আপনার নিজের পিসিতে মজাটি উপভোগ করুন ।

0 comments:
Post a Comment